সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-০৫ আসনে নির্বাচনী গণধিকার পরিষদে মনোনীত প্রার্থীকে পরিচিতি সভা। নারায়ণগঞ্জের বন্দরে ইয়াবা সহ এক মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়ায় বর্ণিল আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বন্দরে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিষ্ফোরনে দগ্ধ ৬ রূপগঞ্জে ভুমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত ২ রূপগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত কুষ্টিয়ার দুর্গম চর এলাকায় ৪৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা — সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক সেবায় অনন্য দৃষ্টান্ত ডেমরায় মাদরাসায়ে আবু হুরায়রা (রাঃ) ৪৫ জন হাফেজ ও হাফেজার পাগড়ী প্রদান রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী দীপু ভূঁইয়া’র সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া এন এস রোড দোকান মালিক সমিতির পক্ষ থেকে আখতারুজ্জামান কাজল মাজমাদারকে উষ্ণ অভ্যর্থনা প্রদান

সাংবাদিক ও পুলিশ কে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, পিস্তল হাতে নিয়ে ফেসবুকে ছবি পোস্ট! কে এই মাদক ব্যাবসায়ী ল্যাডি সন্ত্রাসী রুমা

Reporter Name / ২৯০ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :-
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ধামগড় ইউপি চিড়াইপাড়া কলনি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা! প্রথমে সাংবাদিক আক্তার হোসেনকে ও কামতাল তদন্ত কেন্দ্রের দারোগা রেজাউলকে কে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন মাদক ব্যবসায়ী রুমা আক্তার নামে এক ল্যাডি সন্ত্রাসী।
সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে হাতে বিদেশী তৈরি অত্যাধুনিক ৯এম এম পিস্তল ধরে থাকতে দেখা যায় । ছবির ক্যাপশনে তিনি সরাসরি আক্তার হোসেন কে আসো খেলা হবে খেলবো, এবার প্রকাশ্যে মাথায় সুট হবে মাইন্ড ডেট,
এবং ২৫ সেপ্টেম্বর রাতে জনসম্মুখে দারোগা রেজাউলকে আমার গুলি খেয়ে মরবি, তোদের ওসি রা আমাকে স্যালুট দেয়, ফাড়ির কত আইসিরে আমি বান্দরবন ট্রান্সফার করছি, এমন সব কথার একটি বিডিও ভাইরাল হয় গণমাধ্যম ফেসবুকে। তাছাড়া বিভিন্নভাবে এলাকার সাধারণ মানুষকে হুমকি দেয় জানা যায়।
এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রুমা আক্তার দীর্ঘদিন যাবত লাঙ্গলবন্দ কলনী এলাকায় মাদক, অনৈতিক কর্মকাণ্ড সহ নানান ধরনের অবৈধ ব্যবসা করে আসছে।
ধামগড় ইউপি সাবেক চেয়ারম্যান মাসুমের নাম ব্যবহার করে নৈরাজ্য করছেন এখন আবার বিএনপির নাম ভাঙিয়ে নৈরাজ্য চালিয়ে আসছেন।

ধামগড় ইউপি বি এন পি একজন রাজনৈতিক নেতাকে হত্যার হুমকি দিয়ে আইনের চোখে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। এদিকে এলাকায় জনমনে জানা যায়,রুমার অত্যাচারে মানুষ অতিষ্ঠ, কিছু হলেই আইন প্রশাসনের ভয় দেখায় এবং নিজেই সকল প্রকার অপরাধ কর্মকাণ্ড জড়িত থাকে। কিছুদিন পূর্বে চিড়াইপাড়া মসজিদের ইমামকে ভয়ভীতি দেখিয়েছেন তখন এলাকার যুব সমাজ সকলে মিলিত হয়ে রক্ষা করে।
ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার বলেন তার অপরিতেক্ত স্বামী (গত দেড় বছর আগে ডিভোর্স দেওয়া ) মাদক ব্যবসায়ী ও মাদকের সেল্টার দাতা সাংবাদিক পরিচয়ই দানকারী ফেন্সি নুরুজ্জামান ও খারাপ এই মহিলা সুলতানা রুমা সাধারণ মানুষ কেমন হুমকিদামকি দিয়ে বেড়াচ্ছেন তাছাড়া পুলিশকে প্রকাশ্যে জনসম্মুখে হুমকি দিচ্ছেন তাদের চাকরি খাওয়ার এবং ২৪ ঘন্টায় বান্দরবন ট্রান্সফার করার কথা শুধু ব্যক্তিগত হুমকি নয় এটা আমাদের দলের নিরাপত্তা ও সম্মানের ওপর আঘাত।
কলনী, চিরাইপাড়া,কামতাল, মালিভিটা, ধামগড় সহ আশপাশের কয়েকটি গ্রামের সাধারন মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ। তাই এই ল্যাডি সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার করে অস্ত্র উদ্ধারের দাবি জানান এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর