নিজস্ব প্রতিবেদক :-
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ধামগড় ইউপি চিড়াইপাড়া কলনি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা! প্রথমে সাংবাদিক আক্তার হোসেনকে ও কামতাল তদন্ত কেন্দ্রের দারোগা রেজাউলকে কে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন মাদক ব্যবসায়ী রুমা আক্তার নামে এক ল্যাডি সন্ত্রাসী।
সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে হাতে বিদেশী তৈরি অত্যাধুনিক ৯এম এম পিস্তল ধরে থাকতে দেখা যায় । ছবির ক্যাপশনে তিনি সরাসরি আক্তার হোসেন কে আসো খেলা হবে খেলবো, এবার প্রকাশ্যে মাথায় সুট হবে মাইন্ড ডেট,
এবং ২৫ সেপ্টেম্বর রাতে জনসম্মুখে দারোগা রেজাউলকে আমার গুলি খেয়ে মরবি, তোদের ওসি রা আমাকে স্যালুট দেয়, ফাড়ির কত আইসিরে আমি বান্দরবন ট্রান্সফার করছি, এমন সব কথার একটি বিডিও ভাইরাল হয় গণমাধ্যম ফেসবুকে। তাছাড়া বিভিন্নভাবে এলাকার সাধারণ মানুষকে হুমকি দেয় জানা যায়।
এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রুমা আক্তার দীর্ঘদিন যাবত লাঙ্গলবন্দ কলনী এলাকায় মাদক, অনৈতিক কর্মকাণ্ড সহ নানান ধরনের অবৈধ ব্যবসা করে আসছে।
ধামগড় ইউপি সাবেক চেয়ারম্যান মাসুমের নাম ব্যবহার করে নৈরাজ্য করছেন এখন আবার বিএনপির নাম ভাঙিয়ে নৈরাজ্য চালিয়ে আসছেন।
ধামগড় ইউপি বি এন পি একজন রাজনৈতিক নেতাকে হত্যার হুমকি দিয়ে আইনের চোখে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। এদিকে এলাকায় জনমনে জানা যায়,রুমার অত্যাচারে মানুষ অতিষ্ঠ, কিছু হলেই আইন প্রশাসনের ভয় দেখায় এবং নিজেই সকল প্রকার অপরাধ কর্মকাণ্ড জড়িত থাকে। কিছুদিন পূর্বে চিড়াইপাড়া মসজিদের ইমামকে ভয়ভীতি দেখিয়েছেন তখন এলাকার যুব সমাজ সকলে মিলিত হয়ে রক্ষা করে।
ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার বলেন তার অপরিতেক্ত স্বামী (গত দেড় বছর আগে ডিভোর্স দেওয়া ) মাদক ব্যবসায়ী ও মাদকের সেল্টার দাতা সাংবাদিক পরিচয়ই দানকারী ফেন্সি নুরুজ্জামান ও খারাপ এই মহিলা সুলতানা রুমা সাধারণ মানুষ কেমন হুমকিদামকি দিয়ে বেড়াচ্ছেন তাছাড়া পুলিশকে প্রকাশ্যে জনসম্মুখে হুমকি দিচ্ছেন তাদের চাকরি খাওয়ার এবং ২৪ ঘন্টায় বান্দরবন ট্রান্সফার করার কথা শুধু ব্যক্তিগত হুমকি নয় এটা আমাদের দলের নিরাপত্তা ও সম্মানের ওপর আঘাত।
কলনী, চিরাইপাড়া,কামতাল, মালিভিটা, ধামগড় সহ আশপাশের কয়েকটি গ্রামের সাধারন মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ। তাই এই ল্যাডি সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার করে অস্ত্র উদ্ধারের দাবি জানান এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com