সোনারগাঁয়ে দুই সপ্তাহ ধরে নিখোঁজ আকশাদ আকনকে খুঁজে পেতে সহযোগিতা চায় পরিবার
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকা প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন আকশাদ আলী আকন (৫৯) নামে এক ব্যক্তি। তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়েছে পরিবার।
জানা যায়, ৩০ অক্টোবর মঙ্গলবার দুপুরের দিকে জামপুর ইউনিয়নের কলতাপাড়া নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
পরিবার জানায়, আকশাদ আলী আকন কয়েক বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এর ফলে তার স্মৃতিশক্তি ও মানসিক ভারসাম্যে সমস্যা দেখা দেয়, যার কারণে তিনি নিজের ঠিকানা বা পরিচয় মনে রাখতে পারেন না।
পরিবারের পক্ষ থেকে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে পরিবার— ০১৪০৭৫৬৭১৫১ / ০১৭৫২৪৯৪৫৭৪।
নিখোঁজ ব্যক্তির শারীরিক বিবরণ অনুযায়ী, তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা।
নিখোঁজ ব্যক্তির ভাতিজা মিজানুর রহমান জুয়েল বলেন, “আমাদের কাকা আকশাদ আলী আকনকে অনেক খুঁজেও পাওয়া যাচ্ছে না। কারো চোখে পড়ে থাকলে দয়া করে আমাদের সঙ্গে বা নিকটস্থ থানায় যোগাযোগ করুন।”








