রাজবাড়ী গণমাধ্যম কর্মীদের সাথে টাইফয়েড টিকা ক্যাম্পেইন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধিঃ- রাজবাড়ীতে শিশু কিশোর, কিশোরীদের টাইফয়েড ভ্যাক্সিনেশন বিষয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা সিভিল সার্জনের কনফারেন্স রুমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা,গাভি ও ইউনিসেফ বাংলাদেশ এর সহোযোগীতায় টাইফয়েড ভ্যাক্সিন বিষয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এস.এম মাসুদ। ডব্লিউ এইচ ও এর প্রতিনিধি, এরফান আহম্মেদ। এছাড়া আরো বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি, কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারন সম্পাদক মোঃ শহীদুল ইসলাম হিরন সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরাও। তাছাড়া সাংবাদিক সম্মেলনে জেলায় নিয়োজিত ইলেকট্রিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়াতে কর্মরত অন্যান্য গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
রাজবাড়ীতে নিবন্ধিত অনিবন্ধিত ৩ লক্ষ ১১ হাজার ৭ শত ২১ জনকে টাইফয়েড টিকা দেওয়া হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু,কিশোর ও কিশোরীদের এ টিকা দেওয়া হবে। ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ দিন এ টিকাগুলো প্রদান করা হবে ।