বন্দরে নিজের হাতে বোমা বিস্ফোরণে ডাকাত নিহত, গণপিটুনিতে আহত ২

বন্দর প্রতিনিধি: বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর ধাওয়া খেয়ে নিজের ছোঁড়া হাত বোমা বিস্ফোরণে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। এছাড়াও এলাকাবাসীর গণপিটুনিতে ডাকাত দলের আরো দুই সদস্য আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম চাঁন মিয়া। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১৬ আগস্ট) ভোরে মেঘনা নদীর নৌপথে স্পিডবোট ও ট্রলারে একদল ডাকাত এসে উপজেলার কলাগাছিয়া বাজারের বাড়িগুলোতে ডাকাতির চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় ডাকাত দলের এক সদস্য বোমা ছুঁড়লে সেটি বিস্ফোরণে তার একটি হাত উড়ে যায়। আহত অবস্থায় সে নদীতে ঝাঁপিয়ে পড়লে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসীর গণপিটুনিতে ডাকাত দলের দুইজন আহত হয় এবং অন্যরা পালিয়ে যায়।
ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রকিবুল হোসেন জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় শনাক্তের চেষ্টাসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।