শিরোনাম
বন্দরে অটোরিকশা সহ রিক্সাচালক নিখোঁজ
নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জ জেলা দিন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন ৯নং ওয়ার্ড মনারবাড়ী গ্রামে থেকে মোঃ হৃদয় নামের এক অটোচালক নিখোঁজ রয়েছে।
গত ২ জানুয়ারি থেকে হৃদয়ের নানী বাড়ী এলাকা থেকে তার খালাতো ভাই সাগর এর অটো নিয়ে বাসা থেকে বের হয়।
সেই দিন থেকে আজ পর্যন্ত তার আর কোন খোজখবর পাওয়া যায়নি। বিভিন্ন যায়গায় খোঁজা খুঁজির পরেও তাকে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে বন্দর থানায় হাজির হয়ে তার ছোট ভগ্নিপতি মোহাম্মদ সারোয়ার একটি হারানো অভিযোগ দায়ের করেন।
হারানো ব্যাক্তির অস্থায়ী ঠিকানাঃ গ্রাম: মনারবাড়ী, ইউনিয়ন ধামগড়, থানা বন্দর, জেলা: নারায়ণগঞ্জ। ছেলেটাকে যদি কেনো হৃদয় বান ব্যাক্তির খোজে পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন :- অনুরোধে করা হলো।
মোবাইল ঃ 01323652001,01314789284।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর








