দৌলতপুরে ওহিদুল হক মাস্টারের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি, দাফন ও শপথ পাঠ
মো. মুনজুরুল ইসলামঃ-
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) দৌলতপুর উপজেলা কমিটির আহ্বায়ক ওহিদুল হক মাস্টার (৬০)-এর মৃত্যুতে দৌলতপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর হাই স্কুল মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মথুরাপুর শান্তিনগর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। দাফন শেষে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট শোক নীরবতা পালন ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মোকতারুল ইসলাম মুক্তি, মেহেরপুর জেলা আহ্বায়ক ইসানুল করিম আন্টু, কুষ্টিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোলায়মান পারভেজ, প্রচার সম্পাদক আমানত শেখ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মিরপুর উপজেলা সভাপতি আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সলেমান শাহ, জাতীয় ছাত্রদলের সাবেক নেতা ড. আসাদুজ্জামান লালন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা আহ্বায়ক ও গীতিকার আজব আলীসহ দৌলতপুর উপজেলা এনডিএফ-এর নেতা মোয়াজ্জেম হোসেন, শাহীন রেজাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দাফন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা সভাপতি মোকতারুল ইসলাম মুক্তি, দৌলতপুর উপজেলা এনডিএফ-এর যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন ও ড. আসাদুজ্জামান লালন প্রয়াত ওহিদুল হক মাস্টারের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। তাঁরা বলেন, সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা-দালাল পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের যে স্বপ্ন তিনি লালন করতেন, তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও জানান, আগামী ২১ জানুয়ারি (বুধবার) দুপুর ২টায় মথুরাপুর হাই স্কুল মাঠে প্রয়াত নেতার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হবে। শোকসভাকে সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।








