সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
দাবিকৃত চাঁদা না দেওয়ার নারায়ণগঞ্জের বাবরুকপুর গ্রামে প্রবাসী মো. জহিরুল ইসলাম লিটনের বাড়িতে সোমবার (৪ জানুয়ারি) ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্তাসীরা।
এ সময় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়ির সব ফলদ বৃক্ষ কেটে ফেলে এবং বিদ্যুৎ-পানি ও গ্যাস লাইন কেটে বিচ্ছিন্ন করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী রণি আক্তার সোনারগাঁও থানা ও এসপি কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন।
এতে তিনি উল্লেখ করেন, এখানে বাড়ির করার সময় থেকেই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্তাসী- কানাই নগর গ্রামের আ. মোতালেবের মো. হাসমত উল্লাহ (৩০) ও মো. সবুজ (২২), এবং চর সফিকা গ্রামের আলী আক্কাছের ছেলে আউয়াল (৩০), একই গ্রামের তমু উদ্দিনের ছেলে মো. রাকিব (২৫), মো. জসীম, আলাউদ্দিন, ও হাসানসহ অজ্ঞাত আরও ১০/১২ জন চাঁদাবাজ দাবিতে হুমকি দিয়ে আসছিল।
উপায় না দেখে এর আগে আমি হাসমত ও আউয়ালকে ৭০ হাজার টাকা দেই। তারা এ টাকা মসজিদের তহবিলে দান করবে বলে নিয়ে যায়। কিন্তু মসজিদ কমিটির সভাপতি হাফেজ মিয়া জানান, ওই টাকা মসজিদে দান করা হয়নি। পরে খবর পাই ওই টাকা তারা মসজিদে না দিয়ে আত্মসাত করেছে।
এছাড়াও, গত বছরের শেষের দিকে আমার বাড়ির কাজ শেষে মিলাদ মাহফিলের আয়োজন করলে ওই চাঁদাবাজরা আবার এসে মিষ্টি খাওয়ার কথা বলে আবার ও চাঁদা দাবি করলে আমি তাদেরকে ১০ হাজার টাকা প্রদান করি।
এরই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে মাদক সেবন করে ওই চাঁদাবাজরা সংঘবদ্ধ হয়ে আমার বাড়িতে এসে আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা হুমকি দিয়ে বলে- এই এলাকায় থাকতে হলে তাদের দাবিকৃত টাকা দিতেই হবে।
এ সময় প্রকাসীর স্ত্রী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও বাড়িতে হামলা শুরু করে। চাঁদাবাজরা বাড়ির সব ফলদ গাছ কুপিয়ে কেটে ফেলে এবং বাড়ির বিদ্যুৎ লাইন কেটে তার নিয়ে যায়। এবং বাড়ির পানি ও গ্যাসের লাইনও কেটে বিচ্ছিন্ন করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওই প্রবাসীর বাড়িতে একদল ডাকাত অস্ত্রসহ হানা দেয়। এ সময় ওই ডাকাতরা ধারালো ছুরি ধরে আলমারীতে থাকা নগদ ২০ হাজার টাকা, ৫ স্বর্ণালংকার ও কয়েকটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায়। প্রবাসীর স্ত্রীর ধারণা ওই মাদকসেবী চাঁদাবাজরাই ওই ডাকাতির সঙ্গে জড়িত।
এ ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ। তিনি দ্রুত ওই দুষ্কৃতকারীদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন।
সোনারগাঁও থানার ওসি মহিবুল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের একটি দল গেছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com