দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুল আলম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন
মোঃ আশিকুর রহমান
দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
২ জানুয়ারি সকাল ১১ টায় জেলার কাঁচপুর বাস স্ট্যান্ড সংলগ্ন সোনারগাঁ মেগা কমপ্লেক্সে অবস্থিত ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ কমিটির সকল সদস্যের উপস্থিতিতে ও সকলের সম্মতিতে আহ্বায়ক কমিটির অনুমোদনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন কমিটি সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নতুন কমিটির সদস্যরা সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় সিনিয়র সহ-সভাপতি পদে বিজয় টেলিভিশনের আড়াই হাজার উপজেলা প্রতিনিধি, সহ-সভাপতি, জাহাঙ্গীর আলম হানিফ, বাংলাদেশ প্রতিদিন রূপগঞ্জ প্রতিনিধি, যুগ্ন সম্পাদক, উজ্জ্বল হোসেন মাসুম, দৈনিক বাংলাদেশ বুলেটিন সোনারগাঁ প্রতিনিধি ও দৈনিক বাংলাভূমি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, সাংগঠনিক সম্পাদক, সানাউল্লাহ মুন্সি, ই-টেন টিভি, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সুজন, আলোকিত সকাল, স্টাফ রিপোর্টার, অর্থ বিষয়ক সম্পাদক, সাইফুল ইসলাম, নাগরিক সংবাদ, দপ্তর সম্পাদক মাকসুদুল হোসেন তুষার, চ্যানেল এ১ রূপগঞ্জ ও ডেমরা প্রতিনিধি, প্রচার সম্পাদক, সাজিদুর রহমান চ্যানেল এস রূপগঞ্জ প্রতিনিধি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোক্তার হোসেন আজাদ, দৈনিক যুগান্তর আড়াইহাজার প্রতিনিধি, আইন বিষয়ক সম্পাদক, ইব্রাহিম সুমন, দৈনিক সমকালীন কাগজ বন্দর প্রতিনিধি, ক্রিয়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সূর্য আহমেদ মিঠুন, স্টাফ রিপোর্টার ডে নাইট নিউজ, কার্যকরী সদস্য, মোঃ হাবিবুর রহমান,আরিফুর রহমান , মাসুম বিল্লাহ, এবং হারুন অর রশিদ। সাধারন সদস্য, ডাক্তার আরমান হোসেন, সময়ের কাগজ বন্দর প্রতিনিধি, আশিকুর রহমান, মোঃ সোহাগ মিয়া, মো তরিকুল ইসলাম, আব্দুস সালাম সুজন ও আসমা আক্তার সীমা।








