বন্দরে প্রতিবন্ধীর জায়গা দখলের চেষ্টা-থানায় অভিযোগ
বন্দর প্রতিনিধিঃ– নারায়নগঞ্জ বন্দরে প্রতিবন্ধীর জায়গা দখলের অভিযোগ। এ বিষয়ে রিয়াজ উদ্দিন রিয়াজ (৫৮) পিতা- মৃত খেজমত আলী, সাং- হালুয়াপাড়া, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ বাদী হয়ে ৩ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন। বিবাদী (১) মোঃ আজিজুল্লাহ (৫৩), (২) মোঃ রহমত উল্লাহ (৪৭), (৩) করিমুল্লাহ (৪৫) উভয়পিতা-মৃত মজিদ মাস্টার, সর্ব সাং- হালুয়াপাড়া, বন্দর, নারায়ণগঞ্জ। অভিযোগ সূত্রমতে, বন্দর থানাধীন হালুয়াপাড়া এলাকায় বাদীর মাতা মৃত ইয়ামুন নেছার নামে এস এ দাগ- ১৭৬, সি এস দাগ-২০৩ আর এস দাগ- ১২০/২০৭ খতিয়ানে ২৯ শতাংশ ৫০ পয়েন্ট জায়গা আছে। বাদীর মাতা জীবিত থাকা অবস্থায় একই খতিয়ানে ৭ শতাংশ জায়গা ভাগিনা মোঃ মান্নান (৫৩) যিনি (জন্মসূত্রে প্রতিবন্ধী) সাব কবলা দলিলের মাধ্যমে ক্রয় করে নেয়। সেই থেকে ভাগিনা মোঃ হান্নান অত্র দাগ খতিয়ান জায়গা ভোগদখল করে আসছে। বাদীর ভাগিনা হান্নান বেশ কিছু দিন ধরে শারীরিক সমস্যার কারনে ঢাকা সাভার সি আর পি পঙ্গু হাসপাতালে চিকিৎসারধীন। ভাগিনা হান্নানের ক্রয়ক্রীত জায়গায় একটি পুরনো দোকান আছে। যাহা বাদীকে তার সম্পন্ন জায়গা দেখাশুনা করার জন্য দায়িত্ব প্রদান করেন। এবং ভাগিনার চিকিৎসা চালানোর জন্য দোকানটি ঠিক করে ভাড়া দিতে মামা বাদীকে দায়িত্ব দেন। সেই দোকান মেরামত কররতে গেল উক্ত বিবাদীগন বাদীকে বাধা প্রদান করে। গত ২৪/১২/২৫ইং তারিখ অনুমান সকাল ০৯.০০ ঘটিকার সময় এলাকার গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতি সালিসের মাধ্যমে বাদীকে কাজ করতে বলে। এলাকার গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে বিবাদীগন কাজ করতে গেলে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করে। এই বিষয়ে বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।








