মোঃ আক্তার হোসেন,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এর নেতৃত্বে বন্দর থানার সেকেন্ড অফিসার এস আই (নিঃ) মোঃ মনির হোসাইন সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
২৩ ডিসেম্বর আনুমানিক ১১.৪০ সে বন্দর থানাধীন শান্তিনগর খেলার মাঠ সংলগ্ন পশ্চিম পাশে জুয়েল এর নৌযান শ্রমিক কর্মচারী অফিসের সামনে ফাঁকা জায়গায় স্থানীয় লোকজন মোঃ লিজান (২০), ও মোঃ টিটু (৪০) কে শান্তিনগর প্রাইমারী স্কুলের সামনে আটক করে পুলিশকে ফোন করেন।
জানা যায় মোঃ লিজান (২০), শান্তিনগর এলাকার মোঃ জাকির হোসেন, ছেলে এবং মোঃ টিটু (৪০), একই এলাকা তাওলদ হোসেনের ছেলে।
তাৎক্ষণিক এসআই (নিঃ) মনির হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত ব্যক্তিদেরকে হেফাজত নেন এবং তাদের দেহ তল্লাশি করে ১ টি পুরাতন ব্যবহৃত মরিচাযুক্ত পিস্তল, ১ (এক) টি ম্যাগজিন ও ম্যাগজিনের ভিতর ২ রাউন্ড গুলি জব্দ করেন।
আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি নিজেদের হেফাজতে রাখার বিষয়ে দোষ স্বীকার করে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com