মোঃ আক্তার হোসেন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আয়োজন বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, আড়াই হাজার ইমদাদুল উলুম আলিম মাদ্রাসায় উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়, উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন এর
প্রায় এক হাজার ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে,
পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শন করেন মমতাজ বেগম শিক্ষা অফিসার আড়াই হাজার উপজেলা, মনিরুল ইসলাম সহকারী শিক্ষা অফিসার আড়াই হাজার উপজেলা,
মোহাম্মদ উল্লাহ লিটন, সভাপতি আড়াইহাজার পৌরসভা,
সালাউদ্দিন আহম্মেদ ডালিম, সাধারন সম্পাদক আড়াইহাজার পৌরসভা,
আমির হোসেন , সভাপতি মোহাম্মদীয়া সেবা সংস্থা, আরো উপস্থিত ছিলেন মোঃ নয়ন পারভেজ ভূইয়া, সভাপতি আড়াই হাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন,
মোঃ সফিউদ্দিন ভূইয়া সাধারন সম্পাদক আড়াই হাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন,
মোঃ শহিদুল্লাহ শিমন, সহ সভাপতি আড়াই হাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন,
মোঃ সফিউল আজম খোকন, প্রচার সম্পাদক
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com