বন্দরে জমকাল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করাহলো স্প্ল্যাস প্যারাডাইস বাগান বাড়ি
মো আক্তার হোসেনেরঃ-
নারায়ণগঞ্জের বন্দরে বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী মোহাম্মদ হাসান মিয়া খোকন (সি,আই,পি) এর নিজস্ব অর্থায়নে নিজের এলাকায় তার গর্ভধারিনী মা হামিদা খাতুনের উপস্থিতিতে এই বাগান বাড়ির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
১৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরঘাড়মোড়া এলাকায় নানান আয়োজনের মধ্য দিয়ে স্প্ল্যাশ প্যারাডাইসের উদ্বোধন হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়নের ৪৫ সমাজের সভাপতি সেক্রেটারি সহ স্থানীয় ব্যক্তিবর্গসহ আরো অনেকে।
স্প্ল্যাশ প্যারাডাইস একটি মিশন নিয়ে একটি আইকনিক ল্যান্ডমার্ক হিসেবে দাঁড়িয়ে আছে, দীর্ঘ স্বাস্থ্যকর জীবনকে উৎসাহিত করা, ভালো কাজের স্বীকৃতি দেওয়া এবং মূল্যবান স্মৃতি তৈরির জন্য একটি সুন্দর পরিবেশ প্রদান করার চেষ্টা মাত্র।
এই স্প্ল্যাশ প্যারাডাইস একটি ব্যক্তিগত বাগান বাড়ি। এটি বিলাসিত স্বাস্থ্য কেন্দ্রিক ডিজাইন ও সামাজিক দায়বদ্ধতাকে একীভূক করে ব্যক্তিগত বাগান বাড়ির নতুন একটি মান নির্ধারণ করে। এ বিষয়ে স্প্ল্যাশ প্যারাডাইসের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাসান মিয়া খোকন (সি,আই,পি) সাংবাদিকদের কে জানান বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সব দিক বিবেচনা রেখে আপাতত শুধুমাত্র শুক্রবার দুইটা থেকে পাঁচটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।








