রূপগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতির মূলহোতা তৈয়বুর ও রানাকে গ্রেফতার করেছে র্যাব ১১
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট সহ বিভিন্ন এলাকায় সিনেমাটিক স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি ভয়ংকর ডাকাতিতে জড়িত তৈয়বুর-রানা গ্রুপের প্রধান তৈয়বুর ও রানাকে গ্রেফতার করেছে র্যাব-১১ ও র্যাব-০২।
৩ ডিসেম্বর রাত ১০.০০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার হাজারীবাগ থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
র্যাব-১১ ও র্যাব-০২ এর একটি যৌথ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের আড়াইহাজার, অভিযানে বর্ণিত সময় ও স্থান হতে সূত্রে বর্ণিত মামলার আসামী ও সংঘবদ্ধ ডাকাত দল তৈয়বুর-রানা গ্রুপের প্রধান ১। তৈয়বুর (২৩), পিতা-জাকারিয়া, সাং-ঝাউগড়া ২। রানা (২৮), পিতা- আমান উল্লাহ, সাং-বরদা, উভয় থানা- আড়াইহাজার, থেকে তাদেরকে গ্রেফতার করেন।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি জিক্সার বাইক উদ্ধার করা হয়। সম্প্রতি সময়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে আলোচিত বিষয় রাত নামলেই ভয়ংকর হয়ে উঠছে রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফিটের রাস্তা। ব্যস্ত রাজধানী ঢাকার মানুষ জন কিছুটা স্বস্তির নিশ্বাস নিতে বাইক নিয়ে ছুটে যান ৩০০ ফিটের রাস্তায় ঘুরতে । এই সুযোগে ৩০০ ফিটের রাস্তায় গড়ে উঠেছে এক ভয়ংকর ছিনতাই ও বাইক ডাকাত চক্র। ডাকাত দল তৈয়বুর-রানা গ্রুপ তাদেরই একটি। তাছাড়া সম্প্রতি সময়ে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে এবং গুলিবর্ষণ করে বেশ কয়েকটি মোটরসাইকেল ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ৩০০ ফিটে সিনেমাটিক স্টাইলে ব্লগার জিসানের বাইক ডাকাতির ঘটনাও ভাইরাল হয়। এইসব বাইক ডাকাতের সাথে জড়িতদের গ্রেফতারের জন্যে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সূত্রে জানা যায় যে, সংঘবদ্ধ ডাকাত দল তৈয়বুর-রানা গ্রুপ সকল বাইক ডাকাতির সাথে জড়িত।পরবর্তীতে র্যাব-১১ তাদের অবস্থান শনাক্ত পূর্বক তাদেরকে গ্রেফতারের জন্যে তথ্য সংগ্রহ করতে থাকে। এরই ধারাবাহিকতায় বর্ণিত সময় ও স্থান হতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।








