বন্দরে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রাশেদ নামের এক যুবক র্যাব-১১ হাতে গ্রেফতার
বন্দর প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের বন্দরে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অন্যতম আসামি রাশেদকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গত ২৩ নভেম্বর নারায়ণগঞ্জের বন্দরে সোনাচোরা এলাকায় পারভেজ (৩৫) নামে এক যুবককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের এসও এলাকার তারা মিয়ার ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে বন্দরের সোনাচোরা এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। ঘটনার দিন রাতে নিহত ভিকটিম পারভেজকে মেছের আলী বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর মেছের আলী তার নির্মাণাধীন ভবনের পিলারের সাথে বেধে গ্রেফতারকৃত আসামি রাশেদসহ মেছের আলী তার ছেলে মাহিন ও আরো ৫/৬ জন মিলে চোর আখ্যা দিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামি রাশেদসহ আরো ৭ জনের নাম উল্লেখ বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পাশবিক এই মৃত্যুর খবরটি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আনতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রাত ০৭:০০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন ভটেরচর এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি মোঃ রাশেদ (২৮) পিতা : মৃত রফিক মোল্লা , সাং -ঢাকেশ্বরী (বাজার), থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি রাশেদ এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।








