নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৭০.৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১
নিজেস্ব প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৭০.৫ কেজি গাঁজাসহ সাজিবুর রহমান (৬১)নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১
০৩ ডিসেম্বর ১০ টায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকার বড় আলু পাড়াগাঁও পিতা-মৃত রহমতউল্লাহ আড়ৎদার ছেলে সাজিবুর রহমান (৬১) কে গ্রেফতার করেছে র্যাব-১১।
জানা জায় জেলার রূপগঞ্জের বড় আলু পাড়াগাঁও এর বসতঘরে অভিযান পরিচালনা করে ৭০.৫ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয় তাড়া।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।








