কুষ্টিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হরিনারায়ণপুরে হাজারো নেতাকর্মীর দোয়া মাহফিল
মো. মুনজুরুল ইসলাম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিল নেতাকর্মীদের ঢল নামায় জনসমুদ্রে পরিণত হয়। হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল-সমাবেশ নিয়ে মাঠে উপস্থিত হতে থাকেন। মুহূর্তেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস আর শিপন বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রিয়াজ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন— থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম আন্টু, আব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার ইবি জাহাঙ্গীর হোসেন, কুষ্টিয়া সদর থানা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম শিপন, কুষ্টিয়া সদর থানা ছাত্রদলের সদস্য সচিব আল শাহারিয়ার মামুন এবং আব্দালপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মামুন অর রশিদ।
দোয়া পরিচালনার সময় অনেক নেতাকর্মী আবেগ ধরে রাখতে না পেরে চোখের পানি ফেলে দেশনেত্রীর সুস্থতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। বিরোধী দলের নেত্রী হয়েও তাঁকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা মহান আল্লাহর কাছে তাঁর সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।”
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য বিশেষ মুনাজাত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ খালেদা জিয়ার দ্রুত সুচিকিৎসা ও সুস্থতার দাবিতে আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয়ে একাত্মতা প্রকাশ করেন।








