শরীফ আহমেদ: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ঢাকা- ৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী পরিচিতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত কাল ২৮ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টা থেকে শুরু মাগরিব পর্যন্ত রাজধানী ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এতে সভাপতিত্ব করেন গন অধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সমন্বয়ক কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা-৫ আসনেরষ দলটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মোঃ ইব্রাহিম রওনক।
সমাবেশ স্হলে আরও উপস্থিত ছিলেন, গন-অধিকার পরিষদের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শামসুল আলম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক নুরুল আমিন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক অধিকার পরিষদের নেতা আলমগীর হোসেন হোসেন,
যাত্রাবাড়ী থানা যুব অধিকার পরিষদের নেতা শুভ, শম্পা, জুয়েল রানা, শাহাদাত হোসেন, রাহাদুল ইসলাম রাহাদ, রুবেল, ওবায়দুর রহমান, কামরুল ইসলাম, বাসার গাজী, হাসিব হাসিব ও সোহেল রানা সহ গণধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
বেলা ৩ টা থেকে ডেমরা যাত্রাবাড়ী কদমতলী থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সহ মিছিল নিয়ে সমাবেশ স্হলে হাজির হতে দেখা যায়।
প্রধান অতিথির বক্তব্যে, গণধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, ঢাকা-৫ আসনে গণধিকার পরিষদের মনোনীত ট্রাক মার্কার প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রওণক একজন যোগ্য ব্যক্তি। আগামী নির্বাচনে এই এলাকার ভোটাররা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করছি।
এ সময় ঢাকা ৫ আসনে গণধিকার পরিষদের মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ইব্রাহীম রওনক আগামী নির্বাচনে বিজয়ী হতে পারলে এলাকা থেকে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক নির্মূল সহ ব্যাপক উন্নয়নের আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com