শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত রূপগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন যৌথ অভিযানে না’গঞ্জে চাঁনমারি এলাকার ১৬ মাদকসেবী গ্রেফতার কুষ্টিয়ার সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায়ে বিজিবির সাহসিক নেতৃত্বে স্বস্তি ফিরেছে সীমান্ত জনপদে ডেমরা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সাবেক ছাএনেতা আজিজ জনপ্রিয়তা শীর্ষে সোনারগাঁয়ে চাঁদার দাবিতে ঠিকাদারকে মারধর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মেট্রোরেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত পথচারীর পরিচয় পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধ ঢাকতে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার- বিএনপি নেতা মোহন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব-১১ এর সাঁড়াশি অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফত। তরুণ সমাজ রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই- সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম

কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মোঃ. মুনজুরুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুষ্টিয়া-৩ (সদর-ইবি) আসনের উদ্যোগে এক নির্বাচনী প্রস্তুতি সভা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বাদ আসর কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহা. রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামালসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডা. মাওলানা দেওয়ান আব্দুল খালেক, মো. আমিনুল ইসলাম মুলতান, আলহাজ্ব শেখ মো. এনামুল হক, জি. এম. তাওহীদ আনোয়ার, আলহাজ্ব আনিসুর রহমান কাবিল, আলহাজ্ব মাওলানা রেজাউল করীম, আলহাজ্ব আজিজুর রহমান বাবুল, আলহাজ্ব নূর মোহাম্মদ বিন হানিফ, হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম, মুফতি মো. মুখতারুজ্জামান, মুফতি মো. কামরুজ্জামান, আলহাজ্ব ফজলুল হক, আলহাজ্ব সিরাজুল ইসলাম ও মো. সাজ্জাদ সাব্বির।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আলী। এসময় কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন—অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আলী (কুষ্টিয়া-৩), মুফতি আমিনুল ইসলাম (কুষ্টিয়া-১) ও আলহাজ্ব আনোয়ার খান (কুষ্টিয়া-৪)।
সভায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণ, ন্যায়ের সমাজ ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এরপর অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি রেজাউল করিম বলেন, “স্বাধীনতার ৫৩ বছর পরও এই দেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। এই দেশ স্বাধীন হয়েছিল ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে, কিন্তু কোনো সরকারই সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি। বরং দুর্নীতি, অবিচার ও স্বজনপ্রীতি এখন জাতীয় জীবনের অংশে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, “বিএনপির আমলে দেশ তিনবার এবং আওয়ামী লীগের আমলেও একাধিকবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের তালিকায় প্রথম হয়েছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাতীয় সনদের ভিত্তিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি আনোয়ার, যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ তাওহীদুল ইসলামসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর