
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর (সোমবার) মিরেরটেক এশিয়ান হাইওয়ে সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বলেন এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসা, গরু চুরি, ছিনতাই, ডাকাতি ও ভূমি দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় মিরারটেক থেকে সাদিপুর পর্যন্ত রাস্তার কাজ করাতে গেলে ঠিকাদার কামরুলের কাছ থেকে গোলজার গং চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করিলে গুলজার বাহিনী সাথে থাকা লোকের ঠিকাদার কামরুলের ও তার সাথে থাকা লোকদের উপর অতর্কিত হামলা চালায় এতে কামরুল সহ তার লোকেরা গুরুতর আহত হয়।
এলাকাবাসীর অভিযোগ, উল্লিখিত ব্যক্তিরা বিভিন্ন সময় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে এবং না দিলে ভয়ভীতি ও ক্ষতি করার চেষ্টা করে। তারা অবিলম্বে এ চক্রের সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় এলাকাবাসীসহ স্থানীয় সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলন।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com