বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায়ে বিজিবির সাহসিক নেতৃত্বে স্বস্তি ফিরেছে সীমান্ত জনপদে ডেমরা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সাবেক ছাএনেতা আজিজ জনপ্রিয়তা শীর্ষে সোনারগাঁয়ে চাঁদার দাবিতে ঠিকাদারকে মারধর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মেট্রোরেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত পথচারীর পরিচয় পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধ ঢাকতে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার- বিএনপি নেতা মোহন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব-১১ এর সাঁড়াশি অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফত। তরুণ সমাজ রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই- সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম কদম রসুল সেতু নির্মাণ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দরে মানববন্ধন নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার আসামি অপুকে পটুয়াখালী হতে র‍্যাব-১১ হাতে গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন কারখানায় র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব-১১ এর সাঁড়াশি অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফত।

Reporter Name / ৪২ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মোঃ আশিকুর রহমানঃ- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতা সাইদুল বেপারী সহ ০৩ জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১।

গ্রেফতারকৃত আসামিরা অত্র এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। এই সংঘবদ্ধ চক্রটির সদস্যরা গ্রেফতারকৃত আসামি সাইদুল বেপারী এর নেতৃত্বে পরস্পর যোগসাজসে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ জনগগন এবং সিএনজি, অটো ড্রাইভারদের নিকট হতে ভয়-ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান মালামাল ডাকাতি ও ছিনতাই করে থাকে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্র পত্রিকায়, ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সক্রিয় ছিনতাইকারীর দৌরাত্ম্য নিয়ে নানাবিধ খবর প্রচার ও লেখালেখি হয়।

গত ২৫ অক্টোবর র‍্যাব ১১, নারয়ণগঞ্জ এর একটি গোয়েন্দা টীম এই ব্যাপারে তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে র‍্যাব ১১, সিপিএসসি, আদমজীনগর, এর একটি আভিযানিক দল তগ রাত ১১ টায় চিটাগাং রোডস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতা সাইদুল বেপারী সহ ০৩ জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়। এই সময় তাদের নিকট হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০২টি সুইচ গিয়ার ও ০১ টি ধারালো চাকু উদ্ধার করা হয়। গ্রেফতরকৃত আসামিরা হলো ১। সাইদুল বেপারী (২৭), পিতা-মোঃ শাহআলম, মাতা-আসমা বেগম, সাং-ইস্পাহানী সোনাচারা, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ সৈকত হোসেন (২৮), পিতা-হুমায়ুন কবির, মাতা-শামিমা বেগম, সাং-গোদনাইল বার্মাস্ট্যান্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ হৃদয় (২০), পিতা-মৃত মাসুদ, মাতা-রিনা বেগম, সাং-রহমতগঞ্জ শিববাড়ী, ডাকঘর-মোদাফ্ফরগঞ্জ, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা। উক্ত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ডিএমপি, ঢাকার কদমতলী থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য একটি নিয়মিত মামলা রুজু করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর