বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায়ে বিজিবির সাহসিক নেতৃত্বে স্বস্তি ফিরেছে সীমান্ত জনপদে ডেমরা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সাবেক ছাএনেতা আজিজ জনপ্রিয়তা শীর্ষে সোনারগাঁয়ে চাঁদার দাবিতে ঠিকাদারকে মারধর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মেট্রোরেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত পথচারীর পরিচয় পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধ ঢাকতে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার- বিএনপি নেতা মোহন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব-১১ এর সাঁড়াশি অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফত। তরুণ সমাজ রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই- সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম কদম রসুল সেতু নির্মাণ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দরে মানববন্ধন নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার আসামি অপুকে পটুয়াখালী হতে র‍্যাব-১১ হাতে গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন কারখানায় র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান

তরুণ সমাজ রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই- সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (বিডিআর) বলেছেন, একটি দেশকে ধ্বংসের জন্য মাদকই যথেষ্ট। তাই এই মাদকের ভয়াল থাবা থেকে আমাদের তরুণ সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে এস.এস.সি ২০০২ বনাম ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক চেয়ারম্যান বলেন, আমাদের তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। কিন্তু আজ মাদক তাদের দখল করে নিচ্ছে। আমরা অভিভাবকরা যদি একটু সচেতন হই, এবং তরুণদের খেলাধুলা ও সংস্কৃতির চর্চায় উৎসাহিত করি, তাহলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সর্বদা তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন ‘খেলাধুলা শুধু শরীর নয়, মন ও জাতি গঠনের শক্ত ভিত্তি তৈরি করে।’ তারেক রহমান নিজেও একজন ক্রীড়ানুরাগী ছিলেন। তিনি বিশ্বাস করেন, খেলাধুলা একটি জাতিকে শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল করে তোলে।

অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন বিএনপিরসাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিএনপি নেতা ইয়াসীন, সফিউল আলম বাচ্চু, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান, দুলাল মিয়া, ফারুক আহমেদ,আলিনুর বেপারী,হাসান বশরী,রিপন বেপারী, যুবদল নেতা আল-আমিন, আবুল কাশেমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
খেলা শেষে এস.এস.সি ২০০০ এর ১১৭ রানের টার্গেটে ২০০৩ ব্যাচ জয়ী হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হও য়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর