বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায়ে বিজিবির সাহসিক নেতৃত্বে স্বস্তি ফিরেছে সীমান্ত জনপদে ডেমরা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সাবেক ছাএনেতা আজিজ জনপ্রিয়তা শীর্ষে সোনারগাঁয়ে চাঁদার দাবিতে ঠিকাদারকে মারধর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মেট্রোরেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত পথচারীর পরিচয় পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধ ঢাকতে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার- বিএনপি নেতা মোহন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব-১১ এর সাঁড়াশি অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফত। তরুণ সমাজ রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই- সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম কদম রসুল সেতু নির্মাণ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দরে মানববন্ধন নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার আসামি অপুকে পটুয়াখালী হতে র‍্যাব-১১ হাতে গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন কারখানায় র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার আসামি অপুকে পটুয়াখালী হতে র‍্যাব-১১ হাতে গ্রেফতার

Reporter Name / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জে বাড়ির নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি অপুকে পটুয়াখালী হতে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
এই পহরীকে তুলে নিয়ে যায় পিটিয়ে হত্যার২৩ অক্টোবর র‍্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ ও র‍্যাব-৮, পটুয়াখালী কোম্পানির একটি যৌথ আভিযানিক দল পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন বলিপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করেন।নারায়ণগঞ্জ সদর মডেল, থানার মহসিন ক্লাবের গলি, হিরা মিয়ার ছেলে অপু (২৫) এই পহরীকে তুলে নিয়ে হত্যা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২০ অক্টোবর, এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত এজাহারনামীয় ০৯ নং আসামী অপু (২৫), পিতা-হিরা, সাং-মহসিন ক্লাবের গলি, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা- নারায়ণগঞ্জ সহ আরো ১০/১২ জন লোক আবু হানিফ (৩০), পিতা- আবুল কালাম, মাতা- পারুল বেগম, সাং-খানপুর, জিতু ভিলার নিরাপত্তা প্রহরী, থানা ও জেলা-নারায়নগঞ্জকে তার বাসা জিতু ভিলা হতে বাসা থেকে ডেকে নিয়ে প্রথমে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নারায়ণগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে সুন্দরবন মাঠে ডেকে নিয়ে মারধর করে। আনুমানিক ১২.৩০ ঘটিকার দিকে সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের সামনে জোড়া ট্যাংকির মাঠের মধ্যে নিয়ে গেলে সেখানে আরো অজ্ঞাতনামা উচ্ছৃংখল জনতা জড়ো হয় সেখানেও তাকে মারধর করা হয়। সর্বশেষ ঐদিন দুপুর ০১.৩০ ঘটিকার দিকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে অটোতে করে খানপুর মেট্রো হলের পশ্চিম পাশে বাউন্ডারী করা খালি জায়গায় নিয়ে উল্লিখিত বিবাদীসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন বিবাদী তাকে ইট দিয়ে এলোপাতারী মারধর, কিল, ঘুষি, লাথি মেরে আবু হানিফের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করলে তার অবস্থা গুরুত্বর হলে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গত ২০ তারিখে ৩.০০ টায় খানপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০.০০ টায় ভিকটিম আবু হানিফ মৃত্যুবরণ করেন। এরই প্রেক্ষিতে নিহতের ভাই মো: হযরত আলী (২৬) বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামি অপুকে পরবর্তী আইনানুগ কার্যক্রম করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর