বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায়ে বিজিবির সাহসিক নেতৃত্বে স্বস্তি ফিরেছে সীমান্ত জনপদে ডেমরা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সাবেক ছাএনেতা আজিজ জনপ্রিয়তা শীর্ষে সোনারগাঁয়ে চাঁদার দাবিতে ঠিকাদারকে মারধর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মেট্রোরেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত পথচারীর পরিচয় পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধ ঢাকতে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার- বিএনপি নেতা মোহন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব-১১ এর সাঁড়াশি অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফত। তরুণ সমাজ রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই- সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম কদম রসুল সেতু নির্মাণ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দরে মানববন্ধন নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার আসামি অপুকে পটুয়াখালী হতে র‍্যাব-১১ হাতে গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন কারখানায় র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন কারখানায় র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদঃ- পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অবৈধ পলিথিন উৎপাদন বন্ধে নারায়ণগঞ্জে কঠোর অবস্থানে প্রশাসন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ফতুল্লার চর কাশিপুর এলাকায় নাম ও অনুমোদন বিহীন একটি পলিথিন কারখানায় র‌্যাব, পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
অভিযানে কারখানাটি থেকে ৮২৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ৭০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি তাৎক্ষণিকভাবে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবির জানান, “কারখানাটি বিগত ছয় মাস ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে আসছিল। সত্যতা পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১১ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: আল মাসুদ খান। তিনি বলেন, “আমরা নিয়মিতভাবে পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ চর কাশিপুরে একটি নামবিহীন কারখানায় অভিযান চালানো হয়।”
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল মাহমুদ বলেন, “আমরা সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রায় প্রতিদিনই পলিথিনবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করছি। আজকের এই অভিযানে র‌্যাব ও জেলা প্রশাসনের সহায়তায় একটি অবৈধ পলিথিন গুদাম চিহ্নিত করা সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটি পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (ধারা ১৫, উপধারা ২) লঙ্ঘন করায় তাদের জরিমানা করাসহ কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।”
নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে অভিযানে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার টি.এম রাহসিন কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর