নিউজ ডেস্ক ঃ
মানব সেবায় সব সময় এই শ্লোগানকে সামনে রেখে বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নে জনকল্যাণ সাংস্কৃতিক সংঘের উদ্যোগে জনকল্যাণ সাংস্কৃতিক সংঘের সিনিয়র সহ-সভাপতি মরহুম মাসুম বিল্লাহ' র রুহের মাগফিরাত কামনা ও করে তার জন্য দোয়া ও মিলাদ আলোচনা সভা অনুষ্ঠিত।
শুক্রবার ১৭ অক্টোবর বিকালে আসরের নামাজের পর জনকল্যাণ সাংস্কৃতিক সংঘের আয়োজনে মাসুম বিল্লাহ জন্য ও কবর বাসীর ও তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ পরানো হয়। এসময়ে দোয়া মিলাদ পরিচালনা করেন জাঙ্গাল নুরে মদীনা ফোরকানীয়া নুরানিয়া হাফেজিয়া মাদরাসা শিক্ষক হাফেজ মাওলানা সাদ্দাম সাদী।
এসময়ে উপস্থিত ছিলেন, জনকল্যাণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ মোহামুদুল্লাহ নয়ন পল্টু সাধারণ সম্পাদক মোঃ শাহিন, সহ সভাপতি সাগর আহম্মেদ লিটন,সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ,সহ সাংগঠনিক সম্পাদক আকরামুল্লা,প্রচার সম্পাদক আলআমিন দপ্তর সম্পাদক মামুম, জনকল্যাণ সাংস্কৃতিক সংঘের সদস্য,আশরাফ, আনোয়ার,শরীফ, মিতু, রাজিব রায়,নাইম, সহ এলাকার ময়মুরুব্বি গন উপস্থিত ছিলেন। এসময়ে দোয়া মিলাদ শেষে মিষ্টি বিতরন করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com