রামকান্তপুর ৮ নং ওয়ার্ডে কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত !

রাসেল মিয়া, রাজবাড়ীঃ- রাজবাড়ীতে ৯ নং রামকান্তপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ইউনিয়ন ওয়ার্ড কমিটি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯অক্টোবর) বিকেল ৪ টার দিকে রামকান্তপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বারলাহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, এই ওয়ার্ড কমিটি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কৃষক দলের ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক কর্মীসভা রামকান্তপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি, আরিফুর রহমান মোল্লার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শিব্বির মোল্লা সোহেলের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা কৃষক দলের আহাব্বায়ক, জনাব আইয়ুবুর রহমান (আইয়ু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামকান্তপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি, এটিএম আকরাম হোসেন (বাবলু) ও রাজবাড়ী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, মোঃ মঞ্জুর আলম এবং ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলাম (বকুল) সহ ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি’র ভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কৃষক দলের ইউনিয়ন ওয়ার্ড কর্মীসভায় নতুন ওয়ার্ড কমিটি ঘোষণার পাশাপাশি ৮ নং ওয়ার্ডের কৃষকদের সঙ্গে নেতৃবৃন্দরা কৃষিকাজের বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজের বিষয়ে আলাপ আলোচনা করেন। তাছাড়া বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে রূপান্তর করতে জাতীয়তাবাদী কৃষক দল অনন্য ভূমিকা পালন করবে সব সময় বলেন ইউনিয়নের নেতৃবৃন্দরা।