মাকসুদুল হোসেন তুষারঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জালাল মিয়া (৭৮) নামে এক বাড়িওয়ালা তার ভাড়াটিয়াদের চার শিশুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে। গত বুধবার সকালে ভুক্তভোগীরা ভাড়াটিয়ারা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। সাংবাদিকদের বিষয়টি জানানোর পর বাড়িওয়ালা জালাল মিয়া ও স্থানীয়রা ভুক্তভোগী ভাড়াটিয়াদের হুমকি ধামকি ও থানায় মামলার না করতে হুমকি প্রদান করছে।
ভুক্তভোগী রুবিনা বেগম বলেন, আমি একটি পোশাক কারখানায় কাজ করি। আমি পরিবার নিয়ে মৈকুলী এলাকার জালাল মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করে আসছি। মঙ্গলবার বিকেলে কাজ শেষে বাড়ি ফিরে বাড়িতে ফিরি। এসময় জালাল মিয়া আমার ৬ বছরের মেয়ে বস্ত্রহীন করে ধর্ষণের চেষ্টা চালাচ্ছে। আমি ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এসে আমার মেয়েকে উদ্ধার করে। পরে রূপগঞ্জ থানায় অভিযোগ করতে যেতে চাইলে জালাল মিয়া ও স্থানীয়রা হুমকি ধামকি দিয়ে বিষয়টি ধামা চাপার চেষ্টা চালায়। আমি এ ঘটনার শাস্তি দাবি জানাচ্ছি।
শেফালী বেগম বলেন, গত কয়েকদিন আগেও জালাল মিয়া তার ১২ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় প্রতিবাদের চেষ্টা করলেও জালাল মিয়া ও স্থানীয়দের কারণে আমি থানায় অভিযোগ করতে পারিনি। আমরা জালাল মিয়ার শাস্তি দাবি করছি।
আরেক ভুক্তভোগী চাঁন মিয়া বলেন, আমরা জালাল মিয়ার বাড়িতে ভাড়া থাকি। জালাল মিয়া মুদি মনোহরীর ব্যবসা করেন। জালাল মিয়ার আমার দুই নাতনীকেও ধর্ষণের চেষ্টা চালিয়েছে। আমি অন্য জেলা থেকে এসে এখানে থাকি। আমাদের দেখার কেউ নাই। স্থানীয় প্রভাবশালীদের ভয়ে আমরা প্রশাসনের কাছেও যেতে পারি না। আমরা জালাল মিয়ার বিচারের দাবি জানাচ্ছি।
জেলা ’গ’ সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, এমন কোন ঘটনা আমাদের জানা নেই। যদি লিখিত অভিযোগ পাই তাহলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com