রাজবাড়ী প্রতিনিধিঃ- রাজবাড়ীতে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বিষয়ক জেলা পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করেন জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ।
কর্মশালায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, ডা. অচিন্ত।
ক্তারা বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এ আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।
রাজবাড়ীতে প্রায় সাড়ে ৩ লক্ষ শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
উল্লেখ্য, কর্মশালায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com