মোঃ আশিকুর রহমান
নারারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বজ্রপাতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২১ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচআনী গ্রামের খোলা মাঠে হঠাৎ বজ্রপাতে সিরাজুলের মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, রবিবার বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দী এলাকার পাঁচআনী গ্রামের খোলা মাঠে কাজ করার সময় সিরাজুল ইসলামের উপর হঠাৎ বজ্রপাত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সিরাজুল পাঁচআনী গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক। সিরাজুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান দিগন্ত জানান, সিরাজুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।তারিখঃ- ২১-০৯-২৫
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com