রূপগঞ্জে ইসলামি আন্দোলন বাংলাদেশে’র গন সমাবেশ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামি আন্দোলন বাংলাদেশে’র তারাব পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের আয়োজনে গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মৈকুলি ঈদগাহ মাঠে এ গন সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশে’র ৫নম্বর ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী ইমদাদুল্লাহ হাশেমী। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী শিব্বির আহমাদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ আলী,আলেক ভূইয়া, ছাদেক ভূইয়া, মৈকুলী মধ্যপাড়া মসজিদের ঈমাম মো: আরিফ বিল্লাহ, আজগর আলীসহ অনেকে।
এ সময় বক্তব্যে বক্তারা -প্রয়োজনীয় রাষ্ট্র সংস্থার, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের তিন দফা দাবি করেন।