শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বন্দরে সাংবাদিককে “হাত কেটে ফেলমু” বলে প্রকাশ্যে হুমকি নারায়ণগঞ্জ-০৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বারী ভূঁইয়া তুমুল আলোচনায় রূপগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান ভুইঁয়া ইন্তেকাল করেন সোনারগাঁয়ে উপজেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত রামকান্তপুর ৮ নং ওয়ার্ডে কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত ! রূপগঞ্জে ভাড়াটিয়াদের চার শিশুকে ধর্ষণের চেষ্টা, মামলা না করতে হুমকি প্রভাবশালীদের রাজবাড়ী গণমাধ্যম কর্মীদের সাথে টাইফয়েড টিকা ক্যাম্পেইন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক ও পুলিশ কে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, পিস্তল হাতে নিয়ে ফেসবুকে ছবি পোস্ট! কে এই মাদক ব্যাবসায়ী ল্যাডি সন্ত্রাসী রুমা আড়াইহাজারে গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসী ইউপি সদস্য সোহেল  নিহত রাজবাড়ী টাইফয়েড টিকাদান কর্মশালা অনুষ্ঠিত

আগামী ইউপি নির্বাচনে আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন, আমি আপনাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করব চেয়ারম্যান প্রার্থী হাজী মো: আশরাফউদ্দিন

Reporter Name / ৮৯ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বড় সাদিপুর কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার (১২ সেপ্টেম্বর) পবিত্র জুমার নামাজ আদায় শেষে মুসল্লি ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হাজী মো: আশরাফউদ্দিন।

বক্তব্যে তিনি বড় সাদিপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইতিহাস ও ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, “বড় সাদিপুর কেন্দ্রীয় জামে মসজিদ কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি আমাদের অতীতের গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। যুগের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে মসজিদে যে আধুনিকায়ন হয়েছে— দামী টাইলস, এসি, ফ্যান, স্বচ্ছ কাঁচের জানালা-দরজা ও পরিপাটি রঙ—সবই এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফসল। কেউ দিয়েছেন জমি, কেউ শ্রম, কেউ অর্থ কিংবা উপকরণ। আর সেই সম্মিলিত অবদানের কারণেই আজ আমরা ধনী-গরীব নির্বিশেষে দাঁড়িয়ে পবিত্র নামাজ আদায় করতে পারছি।

হাজী আশরাফউদ্দিন বলেন, এটি প্রমাণ করে যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা সবসময় ইতিবাচক পরিবর্তন আনে। এই পরিবর্তন আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমি চাই, আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থন নিয়ে ইউনিয়নের প্রতিটি ক্ষেত্রে এমন ইতিবাচক পরিবর্তন ঘটাতে। আমার লক্ষ্য হলো ইউনিয়নবাসীর কাছে আস্থার প্রতীক হয়ে ওঠা এবং বয়স্ক, তরুণ-যুবক থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মনের কেন্দ্রবিন্দুতে স্থান করে নেয়া। আমাকে নয়, আমার কর্মকে যেন আল্লাহ কবুল করেন এবং তা আপনাদের কাছেও সর্বজনগ্রাহ্য হয়।

তিনি আরও বলেন, ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও সবার অংশগ্রহণ নিশ্চিত করাই হবে তার প্রধান অঙ্গীকার। তিনি বিশ্বাস করেন, “মানুষের জন্য কাজ করলে আল্লাহও খুশি হন, সমাজও উপকৃত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর