শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বিএনপির মতবিনিময় সভা একজন স্বপ্নবাজ তরুণের গল্প বন্দরে মোবাইল কোটের মাধ্যমে আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নগদ ১৩৫,০০০ হাজার টাকা জরিমানা গজারিয়ায় আওয়ামী দোসর কাইয়ুম, হালিম ও মহিউদ্দিনের অত্যাচারে এখনো অতীষ্ঠ স্থানীয়রা পানিবন্দি মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা রাজবাড়ীতে নগদ টাকায় ২ হাজার মুরগি কিনে বিপাকে তরুণ উদ্যোক্তা রাহুল বন্দরে নিজের হাতে বোমা বিস্ফোরণে ডাকাত নিহত, গণপিটুনিতে আহত ২ রাজবাড়ী একটি ইলিশ মাছের দাম ১৪০০ হাজার টাকা রূপগঞ্জে মাদক ও কিশোরগ্যাংয়ের দৌড়াত্বরোধে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী বন্দরের মদনপুরে পূর্ব শত্রুতার জের ধরে রমজানের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

পানিবন্দি মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মাকসুদুল হোসেন তুষার

গোলাকান্দাইল ইউনিয়ন এলাকার হাজারো পানিবন্দি মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় জলাবদ্ধতা নিরসনে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অর্থায়নে সেচ সুবিধায় দুটি পাম্প যন্ত্র উদ্বোধন করেন তিনি। ১৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি পালন করেন তিনি। এ সময় স্থানীয় হাজারো পানিবন্দিদের মাঝে শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন করেন। পরে বটতলা বেরীবাঁধ এলাকায় সেচ সুবিধার্থে অতিরিক্ত দুটি পাম্প উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেল কর্মকর্তা তাছবীর হোসেন, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, সচিব খোরশেদ আলমসহ স্থানীয় ইউপি সদস্য ও নেতাকর্মীরা।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে বলেন, রূপগঞ্জে এমন জলাবদ্ধতা কখনো হয়নি। পাউবো খালগুলো বেদখল হওয়ায় এ সমস্যা তৈরী হয়েছে। তাই খালগুলো পরিচ্ছন্ন রাখার দাবী জানাচ্ছি। পরিবেশ নষ্ট করলে আমরা আইনি শাস্তি দিতে বাধ্য হবো।

এ সময় স্থানীয়রা রূপগঞ্জ অঞ্চলে পাউবো কর্মকর্তারা অফিস করেন না মর্মে অভিযোগ করলে ডিসি তার জবাবে বলেন, রূপগঞ্জে নিয়মিত অফিস না করলেও তারা মাঠে কাজ করছেন।

স্থানীয়দের অভিযোগ জেলা প্রশাসনের নজরদারীর অভাব ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারনে খালগুলো বেদখল হয়ে যায়। এসব নিয়ে স্থানীয়রা অভিযোগ করেও সুরাহা পায়নি। ফলে সামান্য বৃষ্টিতে গোলাকান্দাইল, তারাবো,মুড়াপাড়া, ভুলতাসহ বেশ কয়েকটি ইউনিয়ন ও পৌর অঞ্চলের লাখো বাসিন্দা পানিবন্দি হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর