মাকসুদুল হোসেন তুষার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবন, মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি -ছিনতাই, নৈরাজ্য ও কিশোর গ্যাংয়ের দৌড়াত্বরোধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় খাদুন যুব সমাজের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচী পালন করে এলাকাবসী। প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন, তানভীর হাসান মিলন, মুহাম্মদ আল-আমীনসহ অনেকে।
এ সময় তানভীর হাসান মিলন বলেন, বর্তমানে মাদকের ভয়াল থাবায় যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক রোধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। যদি কেউ মাদক ব্যবসা করে তাহলে তাকে ধরে পুলিশের সফর্ধ করা হবে। আমরা সকলে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এছাড়া বর্তমানে কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। কিশোর গ্যাং এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে৷ কিশোর গ্যাংয়ের দৌরাত্ব রোধে আমাদেরকে কঠোর অবস্থানে যেতে হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com