বিশেষ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর কেপ্তারবাগ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রমজান মিয়ার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে একই এলাকার পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা মোস্তফা গংদের বিরুদ্ধে। ভুক্তভোগী রমজান জানান, ‘জায়গা জমি নিয়ে পার্শ্ববর্তী বাড়ির মোস্তফার সাথে আমাদের পূর্ব বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে আমরা উভয় পক্ষ বহুবার চেষ্টা করা সত্ত্বেও নিস্পত্তি করতে পারিনি বিধায় মোস্তফা গংরা বিষয়টিকে অন্যভাবে নিয়ে গেছে। আমাদেরকে হয়রানী করতে তারা চক্রান্তের আশ্রয় নিয়েছে এবং মিথ্যা ও বানোয়াট একাধিক মামলায় আমাদের বাড়ির মহিলাদেরকেও আসামী করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে আমাদেরকে ধরতে পুলিশ নিয়ে আসে প্রতিপক্ষরা। তখন আমাদেরকে না পেয়ে পুলিশ চলে যায়। পরক্ষণে মোস্তফার নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী বাহিনী আমাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। বাড়ির কয়েকটি ঘরে ভাংচুর চালায়, ঘরের আসবাবপত্র তছনছ করে ব্যবহার্য মালামাল মেঝেতে ফেলে দেয়। এসময় সন্ত্রাসীরা আলমারীতে থাকা প্রবাসী ভাইয়ের পাঠানো ২ লক্ষ ২০ হাজার টাকা এবং একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। তাছাড়া আগুন লাগিয়ে দেয়ার জন্য কয়েকটি ঘরের টিনের বেড়ায় পেট্রোল ঢালে সন্ত্রাসীরা। তখন এলাকাবাসী ছুটে এলে তারা আমাদের পুরো বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আমাদেরকে হত্যার হুমকি প্রদান করে চলে যায়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, যে কোন সময় প্রতিপক্ষ মোস্তফা গংরা আমাদের উপর আবারো হামলা করতে পারে। তাই আমরা প্রশাসনের সহায়তা কামনা করছি। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লিয়াকত আলী জানান, ‘অভিযোগ এখনো পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com