বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার মিরপুরে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি কৃষকদের স্বস্তি—সংকটহীন বাজারে আস্থা ফিরছে চাষিদের নারায়ণগঞ্জের ৭ থানায় নতুন ওসির যোগদান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন সোনারগাঁয়ে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কুষ্টিয়ায় মাটির পণ্যে ঐতিহ্যের ছোঁয়া, মেসার্স মামা-ভাগ্নে মৃৎশিল্পের কারুকাজে প্রাণ ফেরে গ্রাহক চাহিদায় রূপগঞ্জে ছাত্রদলের কার্যালয়ে সশস্ত্র হামলা, জিয়া পরিবারের ছবি ভাঙচুর, আহত-৮ কুষ্টিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হরিনারায়ণপুরে হাজারো নেতাকর্মীর দোয়া মাহফিল বন্দরে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রাশেদ নামের এক যুবক র‌্যাব-১১ হাতে গ্রেফতার রূপগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতির মূলহোতা তৈয়বুর ও রানাকে গ্রেফতার করেছে র‍্যাব ১১ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)’র উদ্যোগে সীমান্ত জনসচেতনতা বৃদ্ধি: তেতুলবাড়ী ও রংমহলে পৃথক মতবিনিময় সভা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎

সোনারগাঁয়ে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যা লি ও আলোচনা সভা

Reporter Name / ৩৪১ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি:-
আন্তর্জাতিক যুব দিবস আজ । দিবসটির এবারের প্রতিপাদ্য হল “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি।প্রতি বছরের ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে থাকে। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক যুব দিবস পালনের প্রস্তাবটি অনুমোদিত হয়েছিল। দিনটি প্রথম পালিত হয় ২০০০ সালে।
সোনারগাঁয়ে ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে যুব উন্নয়ন চত্বর র্যা লি ও উপজেলা হলরুমে নানা কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যা লি ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা যুব উন্নয়ন কর্তকর্তা মো: মাসুম ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফারজানা রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইকবাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, মো: আলমগী চৌধুরী, উপজেলা প্রকৌশলী, মাহমুদা আক্তার, সিনিয়র উপজেলা মৎস কর্তকর্তা, ডা: মো: জামিউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং যুব উন্নয়ন থেকে পুরষ্কার প্রাপ্ত নিবন্ধনকৃত প্রায় ১৫ টি সংগঠণের সংগঠক ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাহানারা আক্তার, আলেয়া আক্তার, ইমরান হাসান অপু, সানাউল্লাহ বেপারী, উজ্জল হোসেন মাসুম, আজিজুর রহমান, ফয়সাল আহম্মেদ, সৈয়দ সাইদুল ইসলাম, মো: শাকিল হোসেন, তৈয়বা আক্তারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধান অতিধি বক্তব্যে, ফারজানা রহমান বলেন, যুবদের উদোক্তাদের জন্য আমার দরজা সবসময় খোলা, আপনারা যে কোন বিষয়ে আমার কাছে উপস্থাপন করতে পারবেন। আমি সর্বচ্চো চেষ্ঠা করব সেটা বাস্তবায়ন করার।
আলোচনা সভায় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং সেবা প্রাপ্তির পরিসংখ্যান উপস্থাপন করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও কিভাবে গতিশীল করা যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করেন।
আলোচনা শেষে ছয়জন সেবা প্রত্যাশীকে ১২০ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হয়। এছাড়া দশটি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর