বন্দর সংবাদদাতাঃ- গাজীপুরের চান্দনায় চাঁদাবাজীর সংবাদ প্রকাশের জেরে প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বন্দর পেশাজীবি সাংবাদিক প্রতিবাদও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগষ্ট) বেলা ৩ঘটিকায় বন্দর ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক মদনপুর বাস স্টেশন এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এস এম নাসের (ইনকিলাব), নুরুজ্জামান মোল্লা (মানবজমিন), দ্বীন ইসলাম হীরা(ভোরের কাগজ),আক্তার হোসেন(নাগরিক টিভি), সুমন হাসান(চ্যানেল এস),মনির হোসেন (বাংলাদেশের আলো),আক্তার হোসেন(নওরোজ), সোহেল প্রধান(মুক্ত খবর), সানাউল্লা মুন্সি(প্রাইম টিভি), শাহিন সাকি(মুক্ত খবর), আনোয়ার হোসেন(রুদ্রবার্তা),জহিরুল আলম আবু (বিজয়),আব্দুল কাদির(অপরাধ জগত), শামিম মিয়া (অগ্রবানী), সালমা আক্তার (স্বদেশ বিচিত্রা), ইব্রাহীম মিয়া(সময়ের কাগজ) ও জহিরুল ইসলাম (আলোর জগত),। বিক্ষোভ সমাবেশে বক্তারা অনতিবিলম্বে দৈনিক সময়ের কাগজ পত্রিকার তুহিন হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com