সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-০৫ আসনে নির্বাচনী গণধিকার পরিষদে মনোনীত প্রার্থীকে পরিচিতি সভা। নারায়ণগঞ্জের বন্দরে ইয়াবা সহ এক মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়ায় বর্ণিল আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বন্দরে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিষ্ফোরনে দগ্ধ ৬ রূপগঞ্জে ভুমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত ২ রূপগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত কুষ্টিয়ার দুর্গম চর এলাকায় ৪৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা — সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক সেবায় অনন্য দৃষ্টান্ত ডেমরায় মাদরাসায়ে আবু হুরায়রা (রাঃ) ৪৫ জন হাফেজ ও হাফেজার পাগড়ী প্রদান রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী দীপু ভূঁইয়া’র সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া এন এস রোড দোকান মালিক সমিতির পক্ষ থেকে আখতারুজ্জামান কাজল মাজমাদারকে উষ্ণ অভ্যর্থনা প্রদান

রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে সিআইডি কর্তৃক মানিলন্ডারিং মামলা ও সম্পত্তি ক্রোক

Reporter Name / ২৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মাকসুদুল হোসেন তুষারঃ- রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মানিলন্ডারিং অনুসন্ধান পরিচালনা করে সিআইডি। অনুসন্ধানকালে সিআইডি জানতে পারে রংধনু বিল্ডার্স প্রাইভেট লি. বিভিন্ন ব্যক্তির নিকট হতে জমি ক্রয় বা পাওয়ার অব এটর্নি গ্রহণ করে বিক্রয় করে। বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতি এর নিকট রফিকুল ইসলাম এর ছেলে কাউসার আহমেদ অপু এবং মেহেদী হাসান দিপু গত ০৮/০৩/২০২২ খ্রি. তারিখে বিভিন্ন দলিলে ৭.৫৭৫১ একর জমি বিক্রয় করে। উক্ত তফসিলভুক্ত জমির মধ্যে গত ০১/০৬/২০২২ খ্রি. তারিখে ৬.৩৩৭৫ একর জমি রফিকুল ইসলাম এর ছেলে কাউসার আহমেদ অপু এবং মেহেদী হাসান দিপু বিভিন্ন দলিলে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রোপার্টি লি. এর নিকট পুনরায় বিক্রয় করে ৫,৭৩,৬০,০০০/- টাকা প্রতারনার মাধ্যমে উপার্জন করে।

এছাড়াও পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতিতে বালিভরাট করার ভূয়া কার্যাদেশ দেখিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হতে ২৭০ কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংক হতে ২০০ কোটি টাকা ঋণ গ্রহণ করে প্রতারনামূলকভাবে আত্নসাৎ করে। ইসলামী ব্যাংক বারিধারা শাখা হতে ভূয়া মূল্যায়ন কপি তৈরি করে অজ্ঞাতনামা আসামীদের সহযোগিতায় সম্পত্তির মূল্য দেখিয়ে ৪০০ কোটি টাকা ঋণ গ্রহণ করে। এছাড়া বিভিন্ন ব্যাংক হতে ঋণ গ্রহণ করে ঋনের টাকা পরিশোধ না করে অর্থ পাচারের মাধ্যমে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের দেশ অ্যান্টিগা এন্ড বারবুডার (Antigua and Barbuda) নাগরিকত্ব গ্রহণ করেন ২০০,০০০০/- ইউএস ডলার বিনিয়োগ করে।

এহেন প্রতারনা, জালজালিয়াতি এবং অর্থ পাচার, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) এর ২ এর শ(৫) (৬) (১৪) ধারা মতে সম্পৃক্ত অপরাধ।বিধায় রফিকুল ইসলাম এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গুলশান থানার মামলা নং- ১৪, তাং- ০৭/০৮/২০২৫খ্রি., ধারা- ৪(২)(৪) মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ রুজু করে সিআইডি। একই সাথে ১৩টি ব্যাংক হিসাবের প্রায় ১৭ কোটি টাকা এবং যমুনা ফিউচার পার্কের লেভেল ০২ এ থাকা ১০০,০০০ বর্গফুট কমার্শিয়াল স্পেস বিজ্ঞ আদালতের আদেশে ক্রোক করেছে সিআইডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর