ডাইং কারখানা বিষাক্ত বর্জ্যরে পনিতে জলাবদ্ধতা, ভোগান্তি বছরজুড়ে রূপগঞ্জে ক্ষিপ্ত হয়ে পানির পাইপ বন্ধ করে দিলো এলাকাবাসী

মাকসুদুল হোসেন তুষারঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জে রনি ডাইং, ফারিয়া স্পিনিং ও জিএম ডাইং শিকদার ডাইং বি- ব্রাদার্স গার্মেন্টস এর ডাইং কারখানার বিষাক্ত বর্জ্যরে পানিতে বছরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বছরের পর বছর ভোগান্তি পোহাচ্ছে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী খাদুন রসূলপুর এলাকার প্রায় ২০ হাজার বাসিন্দা। বিষাক্ত বর্জ্যরে পানিতে ডুবে থাকে বাড়িঘর ও দোকান পাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বিষাক্ত পানি দিয়ে হেটে স্থানীয়রা বিভিন্ন পানিবাহিত রোগ ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও ডাইং কারখানার বিষাক্ত পানিতে মৈকুলী খাদুন রসূলপুর এলাকার জলাবদ্ধতা চরম আকার ধারন করে। মঙ্গলবার বিকেলে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে কারখানার ডাইং কারখানার বর্জ্যরে পানি ফেলার পাইপ গুলো বন্ধ করে দেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার তারাব পৌরসভার ৫ নং এবং৯ নং ওয়ার্ডের মৈকুলী খাদুন রসূলপুর এলাকায় ২০ হাজার মানুষের বসবাস। পৌরসভার এই ওয়ার্ডে বছরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। জলাবদ্ধতার অন্যতম কারণ শিকদার ডাইং বি- ব্রাদারস গার্মেন্টস এর ডাইং রনি ডাইং ফারিয়া স্পিনিং ও জিএম ডাইং নামে পাঁচটি ডাইং কারখানার বিষাক্ত বর্জ্যরে পানি। এ ডাইং কারখানা গুলো ইটিপি ব্যবহার না করে নিজেদের ডাইংয়ের বিষাক্ত পানি একটি পাইপের মাধ্যমে খালে ফেলেন। সেই খাল থেকেই পুরো এলাকায় ডাইংয়ের পানি চারদিকে ছড়িয়ে পড়ে। তবে গত কয়েকমাসে কয়েকদিন পরপর টানা বৃষ্টির পানি ও ডাইং কারখানার পানিতে এ জলাবদ্ধতা প্রকোপ আকার ধারণ করেছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি আরো বেশি বেড়ে যায়। এতে করে রাস্তাঘাট বাড়িঘর, দোকান পাটসহ ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে যায়। চারদিকে জলবদ্ধতার কারণে বাধ্য হয়ে সাধারণ মানুষকে বিষাক্ত পানি দিয়ে চলাচল করতে হয়।
আমরা এলাকার মানুষ ডাইং কারখানার বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইলে যুবদল নেতা রবিউল আমাগো হুমকি ধামকি দেয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই কারখানার এই বিষাক্ত পানি ফেলা বন্ধ করা হউক।
সাকিব নামে এক যুবক বলেন, কারখানার বিষাক্ত পানি দিয়ে হেটে আমাদের হাত পা খোসপাচড়ায় ভরে যাচ্ছে।
তারাব পৌরসভার ৯ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মতিন বলেন, ডাইং কারখানার বিষাক্ত বর্জ্যরে পানির কারণে বছরজুড়ে জলাবদ্ধতায় এলাকাবাসী ভোগান্তি পোহাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ডাইং কারখানার বিষাক্ত পানি ফেলা বন্ধ না হলে এলাকাবাসী নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করবে। আমরা এ সমস্যার প্রতিকার চাই
এ ব্যাপারে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, টানা বৃষ্টির কারণে অনেক এলাকাতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন জলাবদ্ধতা নিরসনের কাজ করছে। তবে ডাইংয়ের পানিতে জলাবদ্ধতার বিষয়টি জানা ছিল না জানলাম। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।