মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জ-৩ আসনে বন্দর উপজেলাকে অন্তর্ভুক্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন সোনারগাঁও থানার সামনে বসে পুলিশ ক্লিয়ারেন্সের নামে দুলালের ডাকাতি, পুলিশের জলে আটক শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর বন্দরে যুবদল নেতার বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ সোনারগাঁয়ে স্বামীর হাতে স্ত্রী খুন জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে আড়াইহাজারে  ‘শিখা’ প্রকল্পের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত। সোনারগাঁওয়ে স্ত্রীর করা মামলায় লম্পট স্বামী সাগর হোসেন গ্রেফতার আড়াইহাজারে বকেয়া দোকান ভাড়া চাওয়ায় দোকানের মালিক কে পিটিয়ে হত্যা করল সুমন বাহিনী প্রবাসীর জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা লতিব গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘শিখা’ প্রকল্পের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ-৩ আসনে বন্দর উপজেলাকে অন্তর্ভুক্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৫ আসনকে নির্বাচন কমিশন দ্বারা ২ ভাগে (সিটি কর্পোরেশন ও বন্দর উপজেলা) বিভক্ত করে বন্দর উপজেলাকে সোনারগাঁয়ে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুর ২টায় বন্দর উপজেলা চত্ত্বরে বন্দরবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, ‘স্বাধীনতার পর থেকে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নসহ নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ড একত্রে নারায়ণগঞ্জ-৫ আসনে অন্তর্ভুক্ত ছিল। এটি প্রশাসনিক, ভৌগোলিক এবং জনসংখ্যার দিক থেকে যথার্থ ও কার্যকর একটি সীমানা ছিল। কিন্তু এবার যে প্রস্তাবনা প্রকাশ করা হয়েছে, তা অখণ্ডতা নষ্ট করে এবং জনস্বার্থের পরিপন্থী। বক্তারা আরও বলেন, বন্দর উপজেলা একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক এলাকা। এর পূর্বে ব্রহ্মপুত্র এবং পশ্চিমে শীতলক্ষ্যা নদী দ্বারা এটি প্রাকৃতিকভাবে বিভক্ত ও সুনির্দিষ্ট একটি অঞ্চল। এই ধরনের ঐতিহাসিক, সামাজিক ও প্রশাসনিক ভিত্তিকে উপেক্ষা করে সীমানা পুনঃনির্ধারণ করা হলে জনগণ ভোগান্তির শিকার হবে এবং প্রশাসনিক সেবা ব্যাহত হবে। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ এর ধারা ৬(২) অনুযায়ী আঞ্চলিক অখণ্ডতা ও প্রশাসনিক সুবিধা বিবেচনায় নেওয়ার কথা থাকলেও এই খসড়ায় তা মানা হয়নি বরং কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তির ঘ, ঙ, জ, ঞ, ট ক্রমিকের সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানান, নির্বাচন কমিশনের প্রস্তাবিত সীমানা পুনর্বিবেচনা করে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন আগের মতোই নারায়ণগঞ্জ-৫ আসনে বহাল রাখার। মানববন্ধন শেষে উপজেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত আপত্তিপত্র দাখিল করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী নূর উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট শিপলু, জাকের পার্টি নেতা ইকবাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্দর থানা শাখার নেতা আবির, বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের সিনিয়র সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, নাগরিক ঐক্য বন্দর থানা শাখার সভাপতি মাহাবুব চৌধুরী, বন্দর থানা বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেছ, মুছাপুর ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার কাজী মনির হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল, বন্দর থানা বিএনপি নেতা ফারুক চৌধুরী, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, বন্দর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপি নেতা আবুল কাশেম, বিএনপি নেতা শহীদ মেম্বার, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক নজরুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফরিদ হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল, আশাবুদ্দিন, সোহেল, পোকন, বন্দর থানা যুবদল নেতা কাজী সোহাগসহ বন্দরে সর্বস্তরের সাধারন জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর