শিরোনাম
শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তাওহিদ ইসলাম বিজয় (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত তাওহিদ ধানমন্ডির ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ফতুল্লার মাধবদাইল এলাকার জহিরুল ইসলামের ছেলে।
শনিবার সন্ধ্যার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু সাইদুর জানান, বিকেল সাড়ে চারটার দিকে তাওহিদ মোটরসাইকেলে করে শীতলক্ষ্যা সেতু এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে সেতুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে আহত হন তিনি।
দুর্ঘটনার পর তাওহিদকে দ্রুত উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category