সোনারগাঁয়ে স্বামীর হাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদকঃ- সোনারগাঁওয়ে স্বামী বালিশ চাপায় অশুদ্ধ করে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে । স্বামী রায়হান স্ত্রী শোভাকে খুন করেছে। শোভার পরিবারের পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছে। ঘটনাটি বুধবার (৩০ জুলাই) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামের আলাউদ্দিনের বাড়িতে ঘটেছে।
অভিযুক্ত রায়হান একই উপজেলার সনমান্দী ইউনিয়নের মুশুরেরকান্দী গ্রামের উজ্জল মিয়ার ছেলে। আর নিহত শোভা সোনাখালী গ্রামের আলাউদ্দিনের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামের আলাউদ্দিনের মেয়ের সাথে পারিবারিকভাবে চার বছর আগে সনমান্দী ইউনিয়নের মুশুরেরকান্দী গ্রামের উজ্জল মিয়ার ছেলে রায়হানের বিয়ে হয়।
বিয়ের পর থেকে পেশাগতভাবে রায়হান বেকার থাকায় মেয়ে তার বাবার বাড়িতে স্বামীকে নিয়ে বসবাস করতো। মাঝে মধ্যে রায়হান তার নিজ গ্রামের বাড়িতে যাতায়াত করতো। স্বামী বেকার হওয়ায় সাংসারিক কলহ প্রায় লেগেই থাকতো। এরই মধ্যে দেড় বছর আগে তাদের সংসারে শোয়াইব নামে একটি সন্তানের জন্ম হয়।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহে গত মঙ্গলবার ২৯ জুলাই রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
বুধবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে ঘুম থেকে উঠতে দেড়ি হওয়ায় শোভার মা মানসুরা আক্তার শোভাকে ডাকতে তার ঘরে যায়। এ সময় দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করেই মেয়ের মরদেহ দেখতে পায়। সে সময় রায়হান ঘরে ছিলনা।
পরে পুলিশকে ফোনে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শোভার মরদেহ উদ্ধার করে।
শোভার পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে রাতে কোন এক সময় রায়হান বাঁলিশ চাঁপা দিয়ে বা অন্য কোনভাবে শ্বাস রোধ করে হত্যার পর রায়হান পালিয়ে য়ায়।