সোনারগাঁওয়ে স্ত্রীর করা মামলায় লম্পট স্বামী সাগর হোসেন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি :- সোনারগাঁওয়ে স্ত্রীর দায়েরকৃত যৌতুক ও নারী শিশু সিআর মামলা করেন যার নং ৪১৬/৫৮৪ স্বামী সাগর হোসেন (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সাগর হোসেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার পাচঁপাখিয়া গ্রামের মোঃ সিদ্দিক বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার ৩১তারিখে দুপুরে সাগর হোসেন কে নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। বুধবার (৩০জুলাই) দুপুরে বন্দর থানাধীন ধামগড় পুলিশ ফাঁড়ির এ এসআই ইলিয়াস হোসেন ও তার সঙ্গীয় ফোর্স সোনারগাঁ থানাধীন ললাটি অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরি রাস্তা হতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সাগর হোসেন অলিম্পিক ফ্যাক্টরিতে Hr ডিপার্টমেন্টে এসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত রয়েছে। মামলার অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পারিবারিকভাবে সোনারগাঁ উপজেলার মহজমপুর এলাকার কন্যাকে বিয়ে করেন সাগর হোসেন। ১০বছরের সংসার তাদের ২ বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে তাদের। কন্যা সন্তানের বয়স যখন ২মাস ১৭ দিন সেই সময় তাদের মাইরদোর করে ঘর থেকে বের করে দেন এবং মা ও মেয়েক মেরে ফেলার হুমকি দেন।পরে ২য় স্ত্রী কে নিয়ে থাকা শুরু করেন। কিন্ত বিয়ের পর থেকেই লম্পট সাগর হোসেন বিভিন্ন মেয়েদের সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে ও পরকিয়ায় আসক্ত হয়ে যায়। এসব বিষয়ে প্রতিবাদ করতে গেলে করা হয় শারীরিক নির্যাতন তবুও সংসার করার আশায় চুপ করে নির্যাতন সহ্য করে। একই অফিসের সহকর্মী সেফালীর সাথেও চলে পরকিয়া। সেফালির পরিবার কে আর এসব বিষয়ে জানালে আরো হুমকি ধুমকি প্রদান করেন সেফালি আর তার জের ধরেই বিয়ের আগে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সাগর হোসেনের সাথে। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে বিয়ে করেন অফিস কলিগ সেফালি কে আর যৌতুকের জন্য প্রথম স্ত্রীকে চাপ দিতে শুরু করেন সাগর হোসেন। চাপে পড়ে স্বামীকে টাকা এনে দিয়েও রক্ষা হয়নি। একমাত্র মেয়ে ও স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন ও ভরণপোষণের দায়িত্ব নেওয়া হয়না। এ ব্যাপারে নারায়ণগঞ্জ আদালতে সাগর হোসেন এর বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত মিয়া জানান, সাগর হোসেন কে গোপন সংবাদের ভিত্তিতে ধামগড় পুলিশ ফাঁড়ির এ এসআই ইলিয়াস তাকে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।