বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে আড়াইহাজারে  ‘শিখা’ প্রকল্পের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত। সোনারগাঁওয়ে স্ত্রীর করা মামলায় লম্পট স্বামী সাগর হোসেন গ্রেফতার আড়াইহাজারে বকেয়া দোকান ভাড়া চাওয়ায় দোকানের মালিক কে পিটিয়ে হত্যা করল সুমন বাহিনী প্রবাসীর জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা লতিব গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘শিখা’ প্রকল্পের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদরে ১১৩ জন খামারীদের মাঝে বিনামূল্যে হাঁস ও হাঁসের খাবার বিতরণ “সোনারগাঁয়ের সন্তান মোহাম্মদ হোসাইন: একক প্রয়াসে বদলে দিচ্ছেন দেশের পরিবেশ আন্দোলনের চিত্র” বন্দরে সিমেন্ট চাপা পরে শ্রমিক রাকিবের মৃত্যু নারায়ণগঞ্জ বন্দরে ধামগড় ইউনিয়ন বিএনপি’র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ অনুষ্ঠিত গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রানগেলো সাব্বির(২৫) নামের এক বাস চালকের

জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘শিখা’ প্রকল্পের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি। ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের আওতাধীন কর্ম এলাকা নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ বিষয়ক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ২৯ জুলাই ২০২৫, মঙলবার , সকাল ১০ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার আদর্শ স্কুলে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সুরাইয়া আশরাফী । প্রধান অতিথি জনাব মোঃ আতিকুর রহমান, শিক্ষা অফিসার নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার গবেষনা কর্মকর্তা (শিক্ষা), বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক সদস্য,যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রতিনিধিগণ , শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিক সহ আরো অন্যান্য ব্যাক্তিবর্গ। উক্ত কর্মপরিকল্পনা সভাটি ব্র্যাকের “শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানি মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা” শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত হয়। এই চার বছর মেয়াদী প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত বাস্তবায়িত হবে।
প্রকল্পটি ঢাকাসহ ছয়টি জেলা—বরিশাল, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম এবং রাজশাহীতে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের লক্ষ্য ২৭০টি শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়), তৈরি পোশাক কারখানা, গণপরিবহন এবং স্থানীয় কমিউনিটিকে অন্তর্ভুক্ত করে নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে যৌন এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
সভায় উপস্থিত বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে নারী ও কন্যাশিশুদের প্রতি যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং বুলিং প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ব্র্যাক শিখা প্রকল্পের আওতায় প্রাপ্ত গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে যৌন হয়রানি এবং বুলিং প্রতিরোধে করণীয় নির্ধারণ করা হয়।
ব্র্যাকের পক্ষ থেকে কর্মপরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার মিজানুর রহমান পারভেজ এবং ব্র্যাকের ভলান্টিয়ার ও অংশীদার সংস্থার প্রতিনিধিগণ।
‘শিখা’ প্রকল্প স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা, অনলাইন প্ল্যাটফর্ম এবং স্থানীয় সংগঠনসমূহকে সম্পৃক্ত করে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা, আইনি সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর