প্রবাসীর জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা লতিব গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকায় হাজী নূর মোহাম্মদের ক্রয় ক্রৃত জমিতে সাইনবোর্ড লাগিয়ে জবরদখলের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে
আলম কাশেম লতিফ গংদের বিরুদ্ধে।
তারা একপ্রকার উচ্ছৃঙ্খল, দাঙ্গাহাঙ্গামা পরধনলোভী, চাঁদাবাজ ও খারাপ প্রকৃতির লোক।
আমার ছেলে সৌদি আরব প্রবাসি এবং আমি বাড়িতে একা থাকায় ভূমি দস্যুরা আমার জায়গাতে অনাধীকার প্রবেশ করিয়া তাহারা জোর পূর্বক জায়াটি দখল করিবার চেষ্টা করে।
আমি তাহাদের বাধা নিষেধ করিলে তাহারা আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করিয়া আমাকে নানান ভয়-ভীতি দেখাইয়া প্রাণনাশের হুমকি প্রদান করে।
এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত লতিবের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমরা জায়গাটি অংশীদারের কাছ থেকে ক্রয় করিয়া সাইনবোর্ড দিয়েছি।
প্রশাসনের কাছে সুস্থ তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নূর মোহাম্মদ।