মোঃআক্তার হোসেন
গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে আপন চাচা ও ফুফাতো ভাইদের হামলায় আহত হওয়ার ১ মাস পর চিকিৎসাধীন অবস্থায় সাব্বির(২৫) নামের এক বাস চালক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলাধিন সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের টানপাড়া এলাকায়।
নিহত যুবক সাব্বির টানপাড়া এলাকার আরজু মিয়ার ছেলে এবং তিনি দুই সন্তানের জনক।
নিহতের স্বজনরা জানান, আপন চাচা শহিদুল্লা সহ ফুফাতো ভাই জহিরুল,এমরান,আকাশ,ইমন এবং ফুফু পারভিন লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে সাব্বিরের হাত ও পা ভেঙে দেয় এবং রক্তাক্ত জখম করে। আহত সাব্বির গত ১মাস যাবত ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। টাকার অভাবে চিকিৎসা করতে কষ্টসাধ্য হওয়ায় গতকাল শুক্রবার তাকে বাড়ীতে নিয়ে আসলে বিকেলে সাব্বির মারা যায়।
পরে ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত চাচা শহিদুল্লাহ গংরা এলাকার কিছু মানুষকে ম্যানেজ করে নিহতের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে লাশের গোসল সম্পন্ন করে জানাজার মাঠে নিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com