বন্দরে ধামগড়ে বিএনপির উদ্যোগে আফরোজা বেগম জ্যোতির আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।

মো আক্তার হোসেন
নারারায়ণগঞ্জের বন্দর উপজেলা ধামগর ইউনিয়ন বিএনপি উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সভাপতি ও তিনবারের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য আফরোজা বেগম জ্যোতি আগমন উপলক্ষে আলোচনা সভা ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আহত নিহতদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই মঙ্গলবার বিকেল ৪ টার সময় ধামগড় ১ নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় আলোচনা সভা ও রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ঘটনায় আগুনে দগ্ধ হয়ে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা যুগ্ম আহবায়ক ও ধামগড় ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মো.বাবুল হোসেনের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সভাপতি ও তিনবারের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য আফরোজা বেগম জ্যোতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটির সভাপতি মোঃ রতন, আড়াইহাজার উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দল সভাপতি মোঃ মমিন মিয়া ,ঢাকা দক্ষিণ সিটির সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন।
আরো উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য এডভোকেট বিল্লাল হোসেন,ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন,মদনপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ইব্রাহীম মেম্বার,বিএনপি মোঃ রুহুল আমিন রুহুল,বিএনপি নেত্রী মুন্নী আক্তার,বিএনপি নেতা আমান,বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম,আবুল কাশেম।
সার্বিক পরিচালনায়: ছিলেন,ধামগড় ইউনিয়ন১,২,৩ ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি নেত্রী মোসাম্মৎ শাহিনুর বেগম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম।
এসময়ে আরো উপস্থিত ছিলেন,বিএনপি নেতা, মিজান,জামাল,কামরুল ইসলাম কামু,জাহাঙ্গীর,অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।