সোনারগাঁ উপজেলা কর্তিক গ্রহীত গ্রীন অ্যান্ড ক্লিন এর আওতায়নে একরামপুর নবজাগরণ যুব সংঘের উদ্যোগে ১৮(জুলাই)শুক্রবার ৯:৩০মিনিটে,একরামপুর থেকে নবীনগর রাস্তার দুইপাশে আর একরামপুর থেকে মুগারচর মাটির রাস্তার দুই পাশে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ মিজবাহ উদ্দিন।
আরোও উপস্থিত ছিলেন একরামপুর নবজাগরণ যুব সংঘের সদস্যবৃন্দ ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।
এ সময় মিজবাহ উদ্দিন স্বপন বলেন; একরামপুর নবজাগরণ যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।
এটি পরিবেশ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা।এই ধরনের কর্মসূচি যুবকদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে সাহায্য করে এবং একইসঙ্গে প্রকৃতির প্রতি দায়িত্বশীল হতে উৎসাহিত করে।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com