মনজুরুল আলম
নরসিংদীর মাধবদী থানা এলাকায় সিএনজি যোগে সপ্তম শ্রেণীর ছাত্রী অপহরণের ঘটনা ঘটেছে।
থানায় মামলা সূত্রে জানাযায়, নুসরাত জাহান মীম গাজীপুর শাহিন ক্যাডেট স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে শুভ তাকে বিরক্ত করত। বিষয়টি মীম বাড়ির লোকজনকে জানালে তারা শুভকে এসব কাজ থেকে বিরত থাকার জন্য বলে। বিষয়টি শুভ সহজ ভাবে নিতে পারে নি। সে আরো ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন ০৬/০৭/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২:৪৫ ঘটিকার সময় আনন্দী চৌরাস্তার মোড়ে পৌছালে পূর্ব হইতে উৎপেতে থাকা শুভ ও দুই বন্ধু অনিক, জহির সিএনজি গাড়ি নিয়ে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে অপহরন করে নিয়ে যায়। মেয়ের মা ফারজানা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় অভিযোগ দায়ের করে। পরবর্তীতে মাধবদী থানা পুলিশের এস আই আলাউদ্দিন বিভিন্ন তথ্য প্রযুক্তির ব্যবহার করে মহিষাশুড়া ইউনিয়নে বথুয়াদী বেড়িবাঁধ এলাকা থেকে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় ৭ ঘন্টার মধ্যে ভিকটিম উদ্ধার ও আসামী শুভ(২০) কে আটক করতে সক্ষম হয়। আটকের পর আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে। শুভ (২০), পিতা- ইমান আলী, সাং- আটপাইকা, অনিক (২৮), পিতা- রিপন, সাং- আনন্দী গাংপাড়, জহির (২২), পিতা-মৃত নুর মোহাম্মদ, সাং- আটপাইকা। মাধবদী থানায় মামলা নং ৬ তারিখঃ ৭/৭/২৫ইং।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com