রূপগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৪ যুবদল কর্মী ও আওয়ামীলীগ নেতার ছেলেসহ ৭জন আটক

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের অপরাধের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত চনপাড়া পূনর্বাসন কেন্দ্র এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে যৌথবাহিনীর অভিযানে চনপাড়ার চিহ্নিত ক্যাডার, হত্যা, নারী নির্যাতন, লুটপাট, মাদক মামলাসহ একাধিক মামলার আসামীসহ ০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ০৭ জুলাই সোমবার সকালে উপজেলার চনপাড়া পূনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা, ছোড়াসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদের চনপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবদল কর্মী দাবী বলে দাবী করেন। গ্রেফতারকৃতরা হলেন, চনপাড়ার জলিল মিস্ত্রির ছেলে আকরাম, সেকেন্দর আলীর ছেলে আইয়ুব আলী, ইউনুস আলী, আ. মালেকের ছেলে ইসহাক, কামালের ছেলে রুবেল, শুক্কর আলীর ছেলে কামাল, চনপাড়া ০৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীরের ছেলে রাজু খন্দকার। আটক যুবদল কর্মী আকরাম, ইসহাক, আইয়ুব আলী ও রুবেল বিএনপি কর্তৃক বহিঃষ্কৃত রূপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শামীম বাহিনীর অন্যতম সদস্য বলে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক চনপাড়ার একাধিক ব্যক্তি জানান- ০৫ আগষ্টের পর থেকে নেতা বনে যাওয়া শামীম ও তার পালিত সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী, মব জাস্টিস, বিরোধী দলের ট্যাগিং দিয়ে অর্থ আদায়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ঘড় বাড়িতে তালা লাগিয়ে চাঁদাবাজী করে যাচ্ছে এই শামীম বাহিনী। এই ব্যাপারে জাতীয় দৈনিকসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় ধারাবাহিক রিপোর্টও প্রকাশ হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে চনপাড়া এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে যৌথবাহিনির বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে থানায় সোপর্দ করেন। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে