নারায়ণগঞ্জ প্রতিনিধি :
দৈনিক মানবকণ্ঠ ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় অবস্থিত সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে রাশেদুল ইসলাম বলেন, "আমি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছি। এলাকার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবেদন করায় একটি প্রভাবশালী স্বার্থান্বেষী মহল আমার পেশাগত সুনাম ক্ষুণ্ন করতে উঠেপড়ে লেগেছে।আমার মালিকানাধীন জমি নিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। "
তিনি অভিযোগ করে বলেন, "রূপগঞ্জের দক্ষিণবাগ এলাকার গুতিয়াবো মৌজার আরএস ২২৪০ নম্বর দাগের ৬১ দশমিক ৫০ শতাংশ জমিটি আশানন্দ এর কাছ থেকে রোহিনী কুমার ১৯৫৪ সালে ক্রয় করেন। পরে ২০২৫ সালে রোহিনী কুমারের নাতি শঙ্কর গং দের কাছ থেকে আমি জমিটি ক্রয় করেছি।
অথচ একই জমি আশানন্দ এর কাছ থেকে ১৯৬২ সালে ক্রয় করেন যুগল কিশোর। পরে যুগল কিশোরের কাছ থেকে ১৯৬৯ সালে ক্রয় করেন হরিভক্ত। হরিভক্ত এর ওয়ারিস সূত্রে তার নাতি হরিকান্ত ও সূর্যকান্ত জমির মালিকানা দাবি করে আমার বিরুদ্ধে গত ১২ মে নারায়ণগঞ্জ আদালতে প্রতারণার মিথ্যা মামলা দিয়েছে। এই অবস্থায় আমি আইনের দ্বারস্থ হয়েছি। তবুও তারা নানা ভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিল এলাকার গণ্যমান্য ব্যক্তি নূর মোহাম্মদ, হবিল্লাহ মিয়া, আব্দুস সালাম মিয়া, আব্দুল ওহাব সহ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com